Dua
রমাদানের ২য় দিনঃ
# আশ্রয় গ্রহনঃ
.أَ عُوذُ بِكلِمَاتِ اللّٰهِ التَّا مَّات(كُلَّهُنَّ) مِنْ شرَّ مَا خَلَق
উচ্চারনঃ আ’উযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি (কুল্লুহুন্না) মিন শাররি মা-খালাক।
অনুবাদঃ আমি আল্লাহর পরিপূর্ন কালিমা সমূহের মাধ্যমে তাঁর সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।
# ক্ষমা প্রার্থনাঃ
. اُللَّهُمَّ اُغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآ خِرهُ وُ عَلا نِيَتَهُ وَسِرَّهُ.
উচ্চারনঃ আল্লাহুম্মাগফিরলী জাম্বি কুল্লাহু, দিক্কাতু ওয়াজিল্লাহ, ওয়া আউয়ালুহু, ওয়া আখিরাহু, ওয়া ‘আলা নিয়াতাহু ওয়া সিররাহ।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। ছোট-বড় যা করেছি, প্রথমে যা করেছি, প্রকাশ্যে যা করেছি, গোপনে যা করেছি- যাবতীয় গুনাহ ক্ষমা করে দিন। (মুসলিম- ৪৩০)
# আবেদনঃ
. اللَّهُمَّ عَلَّمْنِي الْكِتَابَ وَالْحِكْمَةَ وَفَقَّهْنِي فِي الدَّين
উচ্চারনঃ আল্লাহুম্মা ‘আল্লিমনীল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ফাক্কাহনী ফীদদীন।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমাকে কুরআন ও প্রজ্ঞার জ্ঞান দান করুন। এবং দীনের ব্যাপারে পাণ্ডিত্য দান করুন। (বুখারী ৭৫)
রমাদানের ৩য় দিনঃ
# ক্ষমা প্রার্থনা
اللَّهُمَّ اُغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَاسْرَ افِي فِي أَمْرِي وَمَاأَنْتَ أَعْلَمُبِهِ مِنَّي
اللَّهُمَّ اُغْفِرْ لِي هَزْل وَجِدَّي وَخَطَايَايَ وَعَمَدِي وَكُلُّ ذِلِكَ عِنْدِي.
উচ্চারনঃ আল্লাহুম্মাগফিরলী খতীয়াতী, ওয়া জাহলী, ওয়াসরা-ফী ফী আমরী, ওয়া মা- আনতা আ’লামু বিহী মিন্নী। আল্লাহুম্মাগফিরলী হাঝলি, ওয়াজিদ্দী, ওয়া খত-ইয়া-ইয়া, ওয়া ‘আমাদী, ওয়াকুল্লু যা-লিকা ইনদী।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমার অজ্ঞতা ও আমার ভুলভ্রান্তি ক্ষমা করে দিন। আপনি আমার কাজকর্মের অসঙ্গতি ক্ষমা করে দিন। এবং সেসব গুনাহ ক্ষমা করে দিন যা আপনি জানেন যে আমি করেছি। হে আল্লাহ ! আপনি আমার উপহাসমূলক গুনাহ, অজ্ঞতামূলক গুনাহসমূহও ক্ষমা করে দিন। আমি যা গুনাহ করি আপনি জানেন। (বুখারী ৬৩৯৮)
# আশ্রয় প্রার্থনা
اللَّهُمَّ انَّي أَعُوذُ بِكَ مِن فِتْنَةِ النَّارِ وَعذَابِ النَّارِ، وَفِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ وشَرَّ فِتْنَةِ الْغِنَي، وَشَرَّ فِتْنَةِ الْفَقْرِ،
উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নি আ’উযুবিকা মিন ফিতনাতিন না-রি, ওয়া ‘আযাবিন না-রি, ওয়া ফিতনাতিল কবরি, ওয়া ‘আযাবিল কবরি, ওয়া শাররি ফিতনাতিল গিনা-, ওয়া শাররি ফিতনাতিল ফাকরি।
অনুবাদঃ হে আল্লাহ ! নিশ্চয়ই আমি আপনার কাছে আগুনের ফিতনা থেকে, আগুনের শাস্তি থেকে, কবরের ফিতনা থেকে, কবরের শাস্তি থেকে, সচ্ছলতার ফিতনা থেকে এবং দারিদ্র্যের ফিতনা থেকে আশ্রয় চাই। (বুখারী ৬৩৭৭)
# প্রাপ্তির আবেদন
اللَّهُمَّ انَّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ، وَتَرْكَ الْمُنْكَرَاتِ، وَحُبَّ الْمَسَاكِينِ، وَاِذَا أَرَدْتَ بِعِبَادِكَ فِتْنَةً فَاقْبِضْنِي الَيْكَ غَيْرَ مَفْتُونٍ.
উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফি’লাল খাইরা-তি, ওয়া তারকাল মুনকারা-তি, ওয়া হুব্বাল মাসাকীন, ওয়া ইযা- আরাদতা বি’ইবা-দিকা ফিতনাহ, ফাকবিদনী ইলাইকা গইরা মাফতূন।
অনুবাদঃ হে আল্লাহ ! আমি আপনার নিকট ভাল কাজ করার, খারাপ কাজ ত্যাগ করার এবং গরীব-নিঃস্বদের ভালবাসা হতে চাই।
দুয়া অনুশীলনঃ আদর্শ দুয়ার পদ্ধতি
নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর। এবং সলাত ও সালাম রসূল সঃ এর উপর।
একটি আদর্শ দুয়ার চারটি ধাপ বা পর্ব থাকেঃ
১- হামদ বা আল্লাহর প্রশংসা
২- রসূল সঃ এর প্রতি দরূদ ও সালাম
৩- তাওবা ও ক্ষমা প্রার্থনা
৪- চাহিদা বা আবেদন উপস্থাপন।
চাহিদা উপস্থাপনের আবার দুইটি দিক রয়েছেঃ
ক- শয়তান, তাগুত, কাফির, মুনাফিক প্রভৃতির হাত থেকে আল্লাহর আশ্রয় কামনা,
খ- প্রয়োজন পূরনার্থে আল্লাহর সাহায্য কামনা।
আসুন, আদর্শ দুয়ার অনুসরনে আমরা আজ থেকে দুয়ার চর্চা শুরু করি।
রমাদানের চতুর্থ দিন।
# ক্ষমা প্রার্থনা
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي.
উচ্চারনঃ আল্লাহুম্মাগফিরলী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়া ‘আ-ফিনী, ওয়ারঝুকনী ।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমাকে ক্ষমা করুন, অনুগ্রহ করুন, সঠিক পথ দেখান, (বিপদ থেকে) রক্ষা করুন এবং রিযিক দান করুন। (মুসলিম ২৬৯৭)
# আশ্রয় প্রার্থনা
اللَّهُمَّ انَّي أَعُوذُ بِكَ مِنْ الْكَسَلِ والهَرَم، وَالْمَأْثَم وَالْمَغْرَمِ.
উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি, ওয়াল মা’সামি ওয়াল মাগরাম।
অনুবাদঃ হে আল্লাহ ! নিশ্চয়ই আমি আপনার কাছে অলসতা থেকে, অতি বার্ধক্য থেকে, গুনাহ ও ঋণ থেকে আশ্রয় চাই। (বুখারী ৬৩৬৮)
# সাহায্য প্রার্থনা
اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَولَّنِي فِيمَنْ تَوَ لَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَاقَضَيْتَ، انَّكَ تَقُضِي وَلَا يُقْضَ عَلَيْكَ، وَاِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ،
(وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ) تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ.
উচ্চারনঃ আল্লাহুম্মাহদিনী ফীমান হাদাইতা, ওয়া ‘আ-ফিনী ফীমান ‘আ-ফাইতা, ওয়া তাওআল্লানী ফীমান তাওয়াল্লাইতা, ওয়া বা-রিকলী ফীমা-আ’তাইতা, ওয়া কিনী শাররি মা-কদাইতা, ইন্নাকা তাকদী ওয়ালা- ইউকদা ‘আলাইকা, ওয়া ইন্নাহু লা-ইয়াযিল্লু মাও ওয়া-লাইতা, (ওয়ালা- ইয়া’ইজ্জু মান ‘আ-দাইতা), তাবারকতা রব্বানা- ওয়াতা’আ-লাইতা।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমাকে হিদায়াত দিন তাদের মধ্য হতে যাদেরকে আপনি হিদায়াত দিয়েছেন। এবং রক্ষা করুন তাদের মধ্য হতে যাদেরকে আপনি রক্ষা করেছেন। আপনি যা দান করেছেন তাতে বারাকাহ দান করুন। এমন অনিষ্টতা থেকে বাঁচান যার ফায়সালা আপনি করেছেন। আপনি ফায়সালাকারী, আপনার উপরে ফায়সালা করা হয় না। হে প্রভু ! আপনি বরকতময়, সুমহান। (আবু দাউদ ১৪২৫)
রমাদানের পঞ্চম দিন:
# ক্ষমা প্রার্থনা:
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي
উচ্চারণঃ আল্লাহুম্মাগফিরলী জাম্বী।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমার গুনাসমূহ ক্ষমা করে দিন। (আবু দাউদ ৫০৫৪)
# আশ্রয় প্রার্থনা:
31. اللَّهُمَّ انَّي أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ
وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ.
উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিনাল কুফরি, ওয়াল ফাকরি, ওয়া 'আযাবাল কবরি।
অনুবাদঃ হে আল্লাহ ! নিশ্চয়ই আমি আপনার কাছে কুফরি থেকে, দারিদ্রতা থেকে এবং কবরের ‘আযাব থেকে আশ্রয় চাই। (নাসাঈ ৫৪৬৭)
# প্রাপ্তির আবেদন:
46. اللَّهُمَّ اهْدِنِي وَسَدَّدْنِي.
উচ্চারনঃ আল্লাহুম্মাহ দিনী ওয়া সাদ্দিদনী।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমাকে সঠিক পথের দিশা দিন এবং সঠিক পথ দেখান। (মুসলিম ২৭২৫)
রমাদানের ষষ্ঠ দিন
# ক্ষমা প্রার্থনাঃ
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَأَخْسِئْ
شَيْطَانِي ، وَاجْعَلْنِي
فِي النَّدِيَّ الْاَ عْلى.
উচ্চারনঃ আল্লাহুম্মাগফিরলী জাম্বি ওয়া আখসি’ শায়ত-নী, ওয়াজ’আলনী ফিন্নাদিইয়াল আ’লা।
অনুবাদঃ হে আল্লাহ ! আমার গুনাসমূহ ক্ষমা করে দিন, (আমার ভিতরে থাকা) শয়তান দূর করে দিন, এবং আমাকে উত্তম দানশীল করুন।
# আশ্রয় প্রার্থনা
أَعُوذُ بِاللّٰهِ مِنَ الْفِتَنِ، مَا ظَهَرَ مِنْهِا وَمَا بَطَنَ.
উচ্চারনঃ আ’উযুবিল্লাহি মিনাল ফিতানি, মা-যহারা মিনহা- ওয়ামা- বাতান।
অনুবাদঃ আমি প্রকাশ্য অপ্রকাশ্য সকল ধরনের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। (মুসলিম ২৮৬৭)
# প্রাপ্তির প্রার্থনা
اللَّهُمَّ أَصْلِحْ لِي دِيِنِي الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنُيَايَ الَّتِي فِيهَا مَعَا شِي،
উচ্চারনঃ আল্লাহুম্মা আসলিহ লী দিনীল্লাযী হুয়া ইসমাতু আমরী, ওয়াসলিহ লী দুনইয়াইয়াল্লাতি ফীহা- মা’আশী।
অনুবাদঃ হে আল্লাহ ! আমার কর্মস্থলে আমার জন্য দীন পালন সহজ করে দিন। আমার বসবাসের দুনিয়াকে পরিশুদ্ধ করে। (মুসলিম ২৭২০)
রমাদানের ৭ম দিন
# ক্ষমা প্রার্থনা
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي
واجْعَلْنيِ مَعَ الرَّ فِيقِ الٔاعْلى.
উচ্চারণঃ আল্লাহুম্মাগফিরলী ওয়ারহামনী, ওয়াজ’আলনী মা’আররফীকিল আ’লা।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি অনুগ্রহ করুন। আর আমাকে সর্বোচ্চ সঙ্গীর সাথী করুন। (বুখারী ৪৪৪০)
# আশ্রয় প্রার্থনা
أَشْهَدُ أَنْ لَا الهَ الَّا أَنْتَ،
أَعُوذُ بِكَ مِنْ شَرَّ نَفْسِي وَمِنْ شَرَّ
الشَّيطَانِ وَشِرْكِهِ.
উচ্চারণঃ আশহাদু আন লা- ইলাহা ইল্লা আনতা, আ’উযুবিকা মিন শাররি নাফসী, ওয়া মিন শাররিশ শায়তানি ওয়া শিরকিহী।
অনুবাদঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া আর কোন ইলাহ নাই। আমি আমার অন্তরের অনিষ্টতা থেকে এবং শয়তান ও তার শিরক থেকে আশ্রয় চাই। (তিরমিজী ৩৩৯২)
# আবেদন
اللَّهُمَّ قِنِي عَذَبَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ.
উচ্চারনঃ আল্লাহুম্মা ক্কিনী ‘আযাবাকা ইয়াওমা তাব’আছু ‘ইবাদাকা।
অনুবাদঃ হে আল্লাহ ! যেদিন আপনি আপনার বান্দাহদেরকে একত্রিত করবেন, সেদিন আমাকে আপনার শাস্তি থেকে রক্ষা করুন। ( আবু দাউদ ৫০৪৫)
রমাদানের ৮ম দিন।
# ক্ষমা প্রার্থনা
اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لا الَهَ الَّا أَ نْتَ،
أَنْتَ رَبَّي وَأَنَا عَبْدْكَ، ظَلَمْتُ نَفْسِي
وَاعْتَرَ فْتُ بِذَنْبِي فَا غْفِرْ لِي ذُنُوبِي
جَمِيعًا، إنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ الَّا
أَنْتَ،
উচ্চারণঃ আল্লাহুম্মা আনতাল মালিকু, লা- ইলাহা ইল্লা আনতা। আনতা রব্বী, ওয়া আনা ‘আবদুকা। যলামতু নাফসী। ওয়া তারাফতু বিযাম্বী। ফাগফিরলী যুনূবী জামি’আ।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনিই মালিক, আপনি ছাড়া কোন ইলাহ নাই। আপনি আমার রব, আর আমি আপনার বান্দাহ। আমি নিজের প্রতি জুলুম করেছি এবং আমার পাপ স্বীকার করছি। অতএব, আমার সকল পাপ ক্ষমা করে দিন। (মুসলিম ৭৭১- আংশিক)
# আশ্রয় প্রার্থনা
اللَّهُمَّ انَّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ
الْأَ خْلَاقِ وَالْاَ عْمَالِ والْاَهْوَاءِ.
উচ্চারণঃ আল্লহুম্মা ইন্নী আ’উযুবিকা মিন মুনকারা-তিল আখলা-কি, ওয়াল আ’মা-লী, ওয়াল আহওয়া-
অনুবাদঃ হে আল্লাহ ! নিশ্চয়ই আমি আপনার কাছে দুশ্চরিত্র, অসৎ কাজ এবং কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাই। (তিরমিযি ৩৫৯১)
# আবেদনঃ
اللَّهُمَّ ثَبَّتْنِي وَاجْعَلْنِي هَادِيًا مَهْدِيَّا.
উচ্চারনঃ আল্লাহুম্মা ছাব্বিতনী ওয়াজ’আলনী হা-দিয়াম মাহদিইয়া।
অনুবাদঃ হে আল্লাহ ! আমাকে অবিচল রাখুন এবং আমাকে সঠিক পথ প্রদর্শক বানিয়ে দিন। (বুখারী ৩০৩৬)
## রমাদানের ৯ম দিন।
# ক্ষমা ও আশ্রয় প্রার্থনা
اللَّهُمَّ اِنَّي أَعُوذُ بِكَ مِنْ أَنْ أُشْرِكَ
بِكَ شَيْئًا أَ عْلَمُهُ، وَأَسْتَغْفِرُكَ لِمالَا أَ عْلَمُ.
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিন আন উশরিকা বিকা শাইয়ান আ’লামুহু, ওয়াসতাগফিরুকা লিমা লা- আ’লামু।
অনুবাদঃ হে আল্লাহ ! নিশ্চয়ই আমি আপনার কাছে আমার জ্ঞাত বিষয়ে আপনার সাথে শিরক করা থেকে আশ্রয় চাই এবং অজ্ঞাত বিষয়ে ক্ষমা প্রার্থনা করি। (আহমদ ৩০৪/৪)
# আবেদনঃ
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَ حْمَتِكَ أَ سْتَغِيثُ.
উচ্চরনঃ ইয়া হাইউ, ইয়া কাইয়ীমু বিরহমাতিকা আস্তাগিছ
অনবাদঃ হে চিরস্থায়ী, হে চিরঞ্জীব ! আপনার অনুগ্রহে আমি আপনার প্রার্থনা করি। (তিরমিযি ৩৫২৪)
## রমাদানের ১০ম দিন।
# ক্ষমা প্রার্থনা
اللَّهُمَّ انَّكَ عَفُوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنَّي.
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নাক ‘আফুয়্যুন, তুহিব্বুল ‘আফওয়া, ফা’ফু ‘আন্নী।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতেই পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করে দিন। (তিরমিযী ৩৫১৩)
# আশ্রয় প্রার্থনা
اللَّهُمَّ اِنَّي أَعُوذُ بِكَ مِنْ شَرَّ سَمْعِي،وَمِنْ شَرَّ بَصَرِي، وَمِنْ شَرَّ لِسَانِي،وَمِنْ شَرَّ قَلْبي، وَمِنْ شَرَّ مَنِيَّي.
উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিন শাররি সাম’য়ী, ওয়া মিন শাররি বাছারী, ওয়া মিন শাররি লিসানী, ওয়া মিন শাররি কলবী, ওয়া মিন শাররি মানিইয়ী।
অনুবাদঃ হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে অনিষ্টতা, ভাষার অনিষ্টতা, অন্তরের অনিষ্টতা, এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে আশ্রয় চাই। (তিরমিযি ৩৪৯২)
# আবেদনঃ
اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ،وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ.
উচ্চরনঃ আল্লাহুম্মাজ ফিনী বিহালালিকা ‘আন হারামিকা, ওয়াগনিনী নিফাদলিকা ‘আম্মান সিওআক।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনার হারাম থেকে আমার জন্য হালালকে যথেষ্ট করে দিন। আপনার অনুগ্রহে আপনি ব্যতীত অন্যকিছু থেকে বিমুখ থাকার তাওফিক দিন। (তিরমিযি ৩৫৬৩)
রমাদানের ১১তম দিন।
# ক্ষমা ও আশ্রয় প্রার্থনা
اللَّهُمَّ إنَّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَاوَالآ خِرَةِ، اللّهُمَّ إنَّي أَسْأَلُكَ الْعَفْوَ
وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ، وأَهْلِي
وَمَالِي، اللّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمَنْ
رَوْعَا تِي، اللّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ
يَدَيَّ وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِيِنِي وَعَنْ
شِمَالِي وَمِنْ فَوْقِي، وَأَعُوذُبِعَظَمَتِك أَنْ أُغْتَالَ مِنْ تَحتِي.
উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ‘আফিয়াতা ফিদদুনিয় ওয়ালআখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ‘আফওআ ওয়াল ‘আফিয়াতা ফী দীনী ওয়া দুনিয়া-ইয়া। ওয়াহলী মা-লী। আল্লাহুম্মাসতুর ‘আওরাতী ওয়া-মান রওআ-তী। আল্লাহুম্মাহফাযনী মিম বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খলফী, ওয়া ‘আন ইয়ামিনী ওয়া ‘আন শিমা-লী, ওয়া মিন ফাওকী, ওয়া’উযু বি’আযামাতিকা আন উগতা-লা মিন তাহতী।
অনুবাদঃ হে আল্লাহ ! নিশ্চয়ই আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে সুস্থতা (‘আফিয়া) চাই। আমি আমার দীনি এবং দুনিয়ার সবকিছুতে এবং আমার পরিবার ও সম্পদের ক্ষেত্রে আপনার ক্ষমা এবং নিরাপত্তা চাই। হে আল্লাহ ! আপনি আমার ত্রুটিগুলো ঢেকে দিন। এবং আমার সম্মান নিরাপদ রাখুন। হে আল্লাহ আপনি আমাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বত্র নিরাপদ করুন। আমি আপনার মর্যাদার কাছে আমার নিজ থেকে আপতিত বিপদ হতে আশ্রয় চাই। (আবু দাউদ ৫০৭৪)
# আবেদনঃ
61. اللَّهُمَّ مَنْزِلَ الْكِتَابِ، وَمُجْرِيَ السَّحَابِ، وَهَازِمَ الْاَ حْزَابِ،اِهْزِ مْهُمْ وَانْصُرْبَا عَلَيْمِ.
উচ্চারণঃ আল্লাহুম্মা মানঝিলাল কিতা-বি, ওয়া মুজরিয়াস সাহা-বি, ওয়া হাঝিমাল আহঝা-বি, ইহঝিমহুম ওয়াংসুরবা ‘আলাইহিম।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি কিতাব অবতীর্নকারী, মেঘ পরিচালনাকারী, শত্রুদলকে পরাজিতকারী। তাদেরকে পরাজিত করুন, আমাদেরকে তাদের উপর সাহায্য করুন। (বুখারী ৩০২৫)
রমাদানের ১২তম দিন।
# ক্ষমা প্রার্থনা
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي
উচ্চারনঃ আল্লাহুম্মাগফিরলী জাম্বী।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমার গুনাহ সমূহ ক্ষমা করে দিন। (আবু দাউদ ৫০৫৪- আংশিক)
# আশ্রয় প্রার্থনা
33. اللَّهُمَّ انَّي أَعُوذُ بِكَ مِنْ الْجُوعِ فَإنَّهُ
بِئْسَ الضَّجِيغُ،
উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিনাল জূ’ঈ, ফাইন্নাহু বি’সাদ্দজীগ।
অনুবাদঃ হে আল্লাহ ! নিশ্চয়ই আমাই আপনার কাছে ক্ষুধা থেকে আশ্রয় চাই, কারন তা নিকৃষ্ট শয্যাসংগী। (আবু দাউদ ১৫৪৭- আংশিক)
# আবেদনঃ
اللَّهُمَّ إنَّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى،وَالْعَفَافَ وَالْغِنَى.
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা-, ওয়াত্তুকা-, ওয়াল ‘আফাফাল গিনা-
অনুবাদঃ হে আল্লাহ ! আমি আপনার কাছে সঠিক পথ, খোদাভীরুতা, ক্ষমা ও সচ্ছলতা প্রার্থনা করি। (মুসলিম ২৭২১)
রমাদানের ১৩তম দিন।
# ক্ষমা প্রার্থনা
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي
واجْعَلْنيِ مَعَ الرَّ فِيقِ الٔاعْلى.
উচ্চারনঃ আল্লাহুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়াজ’আলনী মা’আর রফীকিল আ’লা।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি অনুগ্রহ করুন। আর আমাকে সর্বোচ্চ সঙ্গীর সাথী করুন। (বুখারী ৪৪৪০)
# আশ্রয় প্রার্থনা
اللَّهُمَّ انَّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ
الْأَ خْلَاقِ وَالْاَ عْمَالِ والْاَهْوَاءِ.
উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিন মুনকারা-তিল আখলা-কি ওয়াল ‘আমা-লি, ওয়াল আহওয়ায়ি।
অনুবাদঃ হে আল্লাহ ! নিশ্চয়ই আমি আপনার কাছে দুশ্চরিত্র, অসৎ কাজ ও কু-প্রবৃত্তি থেকে আশ্রয় চাই। (তিরমিযী ৩৫৯১)
# আবেদনঃ
اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَ اهَا، وَزَكَّهُا
أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا،
উচ্চারণঃ আল্লাহুম্মা আ-তি নাফসী তাকওয়াহা-, ওয়া ঝাক্কাহা। আনতা খাইরু মান ঝাক্কাহা-।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমার অন্তরে তাকওয়া দান করুন। আপনি আমার অন্তরকে পরিশুদ্ধ করুন। আপনিই উত্তম পরিশোধক। (মুসলিম ২৭২২-আংশিক)
রমাদানের ১৪ তম দিন।
# ক্ষমা ও আশ্রয় প্রার্থনা
اللَّهُمَّ إنَّي أَسْأَلُكَ صِحَةً فِي إيمَانٍ، وَإيمَاناً فِي حُسْنِ خُلُقٍ وَنَجَاحاً يَتْبَعُهُ فَلَا حٌ، وَرَحْمَةً مِنْكَ وَعَا فِيَةً، وَمَغْفِرَةً مِنْكَ وَرِضْوَاناً.
উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহাতাং ফী ঈমা-ন, ওয়া ঈমানাং ফী হুসনি খুলুকিন, ওয়া নাজাহাই ইয়াতবা’উহু ফালাহ। ওয়ারহমাতাম মিনকা ওয়া ‘আ-ফিয়াহ, ওয়া মাগফিরাতাম মিনকা, ওয়া রিদওায়ানা-
অনুবাদঃ হে আল্লাহ ! নিশ্চয়ই আমি আপনার কাছে শুদ্ধ ঈমানের প্রার্থনা করি। সুন্দর আচরনের ঈমান চাই। এমন সফলতা চাই যেটার পরে পরপারে সফলতা পাওয়া যায়। আপনার কাছে অনুগ্রহ ও নিরাপত্তা চাই। আপনার কাছে ক্ষমা ও সন্তুষ্টি চাই। ( আহমদ ৩২১/২)
# আবেদনঃ
رَبَّ اجْعَلْنِي لَكَ شَكَّاراً، لَكَ
ذَكَّاراً ، لَكَ رَهَّاباً، لَكَ مِطْوَا عاً،
لَكَ مُخْبِتاً، إلَيْكَ أَوَّاهاً مُنِيباً،
উচ্চারণঃ রব্বিজ’আলনী লাকা শাকারা-, লাকা যাক্কারা-, লাকা রহহাবা-, লাকা মিতওয়া’য়া-, লাকা মিখবিতা-, ইলাইকা আও্যয়া-হাম মুনিবা-
অনুবাদঃ হে আল্লাহ ! আমাকে আপনার কৃতজ্ঞ ও যিকরকারী, ভীত ও আনুগত্যকারী, আপনার প্রতি আস্থাশীল ও আপনার দিকে প্রত্যাবর্তনকারী বানিয়ে দিন। (আবু দাউদ ১৫১০- আংশিক)
রমাদানের ১৫ তম দিন।
# ক্ষমা প্রার্থনা
اللَّهُمَّ إنَّي أَسْأَلُكَ بِأَنَّي أَشْهَدُ أَنَّكَ
أَنْتَ اللّٰهُ ،لَا الۤهَ الَّا أَنْتَ، اَلْأ حَدُ
الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ
يكُنْ لَهُ كُفُوًاأَحَدٌ.
উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না আশহাদু আন্নাকা আনতাল্লাহ, লা- ইলাহা ইল্লা আনতা, আল আহাদুস সমাদুল্লাযি লাম ইয়ালিদ ওয়ালাম ইউ-লাদ, ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ।
অনুবাদঃ হে আল্লাহ ! আমি আপনার কাছে প্রার্থনা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আল্লাহ। আপনি ছাড়া কোন ইলাহ নাই, এক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি, যাকে কেউ জন্ম দেয়নি। তার সমকক্ষ কেউ নেই। (হাশিম ৩৫)
# আশ্রয় প্রার্থনা
أَعُوذُ باللّٰه السَّمِيعِ العَلِيم مِنَ
الشَّيْطَانِ الرَّ جِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ.
উচ্চারনঃ আ’উযুবিল্লাহিস সামি-‘ইল ‘আলীম, মিনাশ শায়তানির রাজীমি মিন হামজিহী ওয়া নাফসিহী।
অনুবাদঃ আমি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আল্লাহ্র কাছে অভিশপ্ত শয়তানের কুমন্ত্রনা, কুপরামর্শ থেকে আশ্রয় প্রার্থনা করি। (আবু দাউদ ৭৭৫)
# আবেদনঃ
اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَفِي
بَصَرِي نُورًا، وَفِي سَمْعِي نُورًا،
উচ্চারণঃ আল্লাহুম্মাজ’আল ফী কলবী নূরা- , ওয়াফী বাছারী নূরা-, ওয়াফী সাম’ঈ নূরা-
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমার অন্তর, চোখ ও কানে নূর বা আলো দান করুন। (বুখারী ৬৩১৬-আংশিক)
রমাদানের ১৬ তম দিন।
# ক্ষমা প্রার্থনা
اللَّهُمَّ انَّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًاكَثِيرًا، وَلا يَغْفِرُ الذُّنُوبَ الَّاأَنْتَ،فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ
وَارْ حِمْنِي، انَّك أَنْتَ الْغَفُورُ الرَّ حِيمُ.
উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমাং কাছিরা, ওয়ালা- ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ফাগফিরলী মাগফিরাতাম মিন ‘ঈনদিকা, ওয়ারহামনী, ইন্নাকা আনতাল গফুরুর রহীম।
অনুবাদঃ হে আল্লাহ ! আমি নিজের উপর অধিক যুলুম করেছি। আপনি ছাড়া এ অপরাধ ক্ষমা করার আর কেউ নাই। আপনার পক্ষ হতে আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত দিন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। (বুখারী ৮৩৪)
# আশ্রয় প্রার্থনা
اللّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ
يَدَيَّ وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِيِنِي وَعَنْ
شِمَالِي وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ
بِعَظَمَتِك أَنْ أُغْتَالَ مِنْ تَحتِي.
উচ্চারনঃ আল্লাহুম্মাহফাযনী মিম বাইনি ইয়াদাইয়া ওয়ামিন খলফী, ওয়া ‘আন ইয়ামীনি, ওয়া ‘আন শিমালী, ওয়া মিন ফাওকী, ওয়া’উযু বি’ঈযামাতিকা আন উগতা-লা মিন তাহতী।
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমাকে গোচরে-অগোচরে সর্বত্র হিফাজত করুন। আমার ডান-বাম এবং আমার উপর থেকে আপতিত বিপদ থেকেও আমাকে হিফাজত করুন। আমি আপনার মর্যাদার কাছে আমার নীচ হতে আপতিত বিপদ থেকে আশ্রয় চাই। (আবু দাউদ ৫০৭৪)
# আবেদনঃ
اللَّهُمَّ ارْزُقْنِي مَالًا وَوَلَدَاً وَبَارِكْ لِي(فِيْمُا أَ عْطَيْتَنِي).
উচ্চারণঃ আল্লাহুম্মার ঝুকনী মা-লাও ওয়া ওলাদান, ওয়া বা-রিকলী (ফীমা- আ’তইতানী)
অনুবাদঃ হে আল্লাহ ! আপনি আমাকে সম্পদ ও সন্তানাদি দান করুন। এবং আপনার দেয়া জিনিসে বরকত দিন। (বুখারী ১৯৮২)
রমাদানের ১৭তম দিন।
# ক্ষমা প্রার্থনা
اللَّهُمَّ لَكَ
أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَليْكَ
تَوَ كَّلْتُ، وَالَيَكَ أَنَبْتُ، وَبِكَ
خَا صَمْتُ، وَالَيْكَ حَاكَهْتُ، فَاغْفِرْ
لِي مَا قَدَّمْتُ وُمَا أَخَّرْتُ،
উচ্চারণ: আল্লাহুম্মা লাকা আসলামতু, ওয়াবিকা আমানতু, ওয়া ‘আলাইকা তাওাক্কালতু, ওয়া ইলাইকা আনাবতু, ওয়াবিকা খ-সামতু, ওয়া ইলাইকা হা-কাহতু, ফাগফিরলী মা- কদ্দামতু ওয়া মা- আখখরতু।
অনুবাদ: হে আল্লাহ ! আমি আপনার অনুগত। আমার ঈমান এবং আমার নির্ভরশীলতা আপনার ওপর। আমি আপনার মুখাপেক্ষী। আমি শত্রুতা আপনার জন্য এবং আমার অধিকার পূরণ আপনার কাছ থেকে। তাই আমার পূর্বাপর সকল গুণাহ আপনি ক্ষমা করুন। (বুখারী ৩৪৯৯)
# আশ্রয় প্রার্থনা
23. اللَّهُمَّ اِنَّي أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ
وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوْذُ
بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوْذُ بِكَ
مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَا تِ.
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিনাল আজঝী, ওয়াল কাসালি, ওয়াল জুবনি, ওয়াল বুখলি, ওয়া’উযুবিকা মিন ‘আযা-বিল কবরি, ওয়া’উযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামা-তি।
অনুবাদ: হে আল্লাহ ! আমি অবশ্যই আমার অক্ষমতা, অলসতা, ভীরুতা, কৃপণতা এবং কবরের শাস্তি থেকে আপনার আশ্রয় চাই। একইসাথে জীবন ও মৃত্যুর ফিতনা থেকেও আমি আপনার আশ্রয় চাই। (বুখারী ৬৩৬৭)
# আবেদন :
اللَّهُمَّ اهْدِنِي لَٔا حْسَنِ
الٔا خْلاقِ لا يَهْدِي لَٔا حْسَنِهَاالَّا
أَنْتَ وَاصْرِفْ عَنَّي سَيَّئَهالا
يَصْرِفُ عَنَّي سَيَّئَها الَّا أَنْتَ،
উচ্চারণ: আল্লাহুম্মাহদিনী লিআহসানিল আখলা-কি, লা- ইয়াহদি লিআহসানিহা- ইল্লা আনতা, ওয়াসরিফ ‘আন্নী সাইয়িআহা-, লা- ইয়াসরিফু ‘আন্নী সাইয়িআহা- ইল্লা আনতা।
অনুবাদ: হে আল্লাহ ! আমাকে উত্তম চরিত্রের অধিকারী করুন। আপনি ছাড়া কেউ তা সুন্দর করতে পারে না। আর আমার দোষত্রুটিগুলো মুছে দিন, আপনি ছাড়া কেউ তা মুছতে পারে না। (মুসলিম ৭৭১)
রমাদানের ১৮ তম দিন।
# ক্ষমা প্রার্থনা
9. اللَّهُمَّ انَّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا
كَثِيرًا، وَلا يَغْفِرُ الذُّنُوبَ الَّاأَنْتَ،
فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ
وَارْ حِمْنِي، انَّك أَنْتَ الْغَفُورُ الرَّ حِيمُ.
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাছিরা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা- আনতা, ফাওফিরলী মাগফিরাতাম মিন ‘ইনদিকা, ওয়ারহামনি, ইন্নাকা আন্তাল গফুরুর রহীম।
অনুবাদ: হে আল্লাহ ! আমি নিজের ওপর অনেক বেশি যুলুম করে ফেলেছি। আপনি ছাড়া এ অপরাধ ক্ষমা করার কেউ নেই। আপনি নিজ থেকে আমাকে ক্ষমা করুন এবং আমাকে আপনার অনুগ্রহ সিক্ত করুন। আপনি তো ক্ষমাশীল ও দয়াবান। (বুখারী ৮৩৪)
# আশ্রয় প্রার্থনা
أَعُوذُ بَكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ
وَعِقَا بِهِ وَشَرَّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ
الشَّيَاطِينِ ، وَأَنْ يَحْضُرُونِ.
উচ্চারণ: আ’উযু বিকালিমাতিল্লা-হিৎ তা-ম্মাতি মিন গদাবিহী ওয়া ‘ইকাবিহী ওয়া শাররী ‘ইবাদিহী, ওয়া মিন হামাঝা-তিস শায়াতীনি, ওয়া আইয়াহদুরুন।
অনুবাদ: আমি আল্লাহর সকল কালিমার মাধ্যমে তাঁর ক্রোধ, তাঁর শাস্তি এবং তাঁর বান্দাদের অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। একইসাথে আমি শয়তানের প্ররোচনা এবং তার সাহচর্য থেকেও আশ্রয় কামনা করছি। (আহমদ ১৮১/২)
# আবেদন:
الَّهُمَّ أَنْتَ
الٔاوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ
الآ خِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ
الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ
الْبَا طِنُ فَلَيْسُ دُو نَكَ شَيْءٌ، اقْضِ
عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنْ الْفَقْرِ.
উচ্চারণ: আল্লাহুম্মা আনতাল আউয়ালু, ফালাইছা কাবলাকা শাইয়ুন। ওয়ানতাল আখিরু, ফালাইছা বা’দাকা শাইয়ুন। ওয়ানতায য-হিরু, ফালাইছা ফাওকাকা শাইয়ুন। ওয়ানতাল বা-তিনু, ফালাইছা দূনাকা শাইয়ুন। ইকদি ‘আন্নাদ দাইনা ওয়াগ্নিনা- মিনল ফাকরি।
অনুবাদ: হে আল্লাহ ! আপনিই প্রথম, আপনার পূর্বে কিছু নেই। আপনি প্রকাশ্য, আপনার ওপরে কিছু নেই। গোপনেও আপনি, আপনি ছাড়া আর কিছু তেমন নয়। আপনি আমাকে ঋণমুক্ত করুন এবং দারিদ্রতা থেকে সচ্ছলতা দান করুন। (মুসলিম ২৭১৩)
Last updated
Was this helpful?